শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post
কাতার বিশ্বকাপ

মরক্কোর বিপক্ষে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

মরক্কোর বিপক্ষে হারের পর বেলজিয়ামে দাঙ্গা

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ২-০ গোলে বেলজিয়াম হেরে যাওয়ার পর দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গা বেঁধেছে।এ সময় ক্ষুব্ধ লোকজন ব্রাসেলসে গাড়ি জ্বালিয়ে দেন। ইট ছুড়ে গাড়ি ভাঙচুর করেন। পুলিশ ব্রাসেলসের কেন্দ্রীয় এলাকায় দাঙ্গাবাজদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেলও ছুড়েছে পুলিশ। কিছু এলাকায় যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরি বলেছেন, লাঠি হাতে নিয়ে অনেকেই রাস্তায় নেমে আসেন। এ সময় একজন সাংবাদিক আহত হয়েছেন।

ব্রাসেলসের মেয়র ক্ষুব্ধ সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এতে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

প্রসঙ্গত, রোববার রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে হেরেছে বেলজিয়াম। আব্দুলহামিদ সাবিরি ও জাকারিয়া আবোখোলালের গোলে রেড ডেভিলসদের হারিয়ে দিয়েছে মরক্কো। খবর আল জাজিরা ও ওয়াশিংটন পোস্ট।

টিএইচ