বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রোনালদোর সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন হালান্ড

নিজস্ব প্রতিবেদক

রোনালদোর সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন হালান্ড

শততম গোলের রেকর্ড নিজের নামে করার সুযোগ ছিলো আর্লিং হলান্ডের। আগের ম্যাচে গোল না পাওয়ায় সেই সুযোগ হাত ছাড়া হয়ে যায়। তবে গোলের সেঞ্চুরিতে রোনালদের সাথে ভাগ বসিয়েছেন তিনি।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে ক্যারিয়ারের ১০৫তম ম্যাচে আর্সেনালের বিপক্ষে ম্যাচ শুরুর ৯মিনিটে গেল করে তিনি এরেকর্ড গড়েন।

এতে রোনালদোর দ্রুততম ব্যতিক্রমী সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করে ফেলেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ২০০৯-১০ মৌসুমে ১০৫ ম্যাচ খেলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন। যেটি ছিল ফুটবল ইতিহাসে কোনো ক্লাবের হয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে শত গোল করার রেকর্ড। একযুগ পরে এবার সেই রেকর্ডটিতে ভাগ বসালেন হলান্ড।

নরওয়েজী তারকার সামনে সুযোগ ছিল রেকর্ডটি ভেঙে নিজের করে নেয়ার। সিটির হয়ে ১০৩ ম্যাচে ৯৯টি গোল করে ফেলেছিলেন তিনি।
গত বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে গোলের দেখা পেলেই রোনালদোর রেকর্ড ভাঙতে পারতেন তিনি। কিন্তু সে ম্যাচে জালে বল জড়াতে পারেননি এই ফরোয়ার্ড।

টিএইচ