বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ

শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ

নারী অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। লঙ্কানদের হারিয়ে সিরিজটা দারুণভাবে শুরু করলো ইয়াং টাইগ্রেসরা। পাকিস্তান, শ্রীলঙ্কা ও আয়োজক বাংলাদেশকে নিয়ে কক্সবাজারে গতকাল থেকে শুরু হয়েছে এই ত্রিদেশীয় সিরিজ।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে ৯৫ রান করে। জবাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৯ বল হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয়। বাংলাদেশের জয়ের নায়ক রাবেয়া। ৪ ওভারে ১৩ রানে ৩ উইকেট নেন তিনি। এছাড়া নিশিতা আক্তার নিশি ১৯ রানে পেয়েছেন সমান ৩ উইকেট। ১টি উইকেট পেয়েছেন হাবিবা ইসলাম পিংকি। 

ব্যাটিংয়ে শ্রীলঙ্কার হয়ে অবদান রাখেন রাশমি রেতাঞ্জলি। ২৩ বলে ১ ছক্কায় ২১ রান করেন এই ব্যাটার। এছাড়া ভিশমি গুনারাতনা ১৯ ও মানুদি দুলানশার ব্যাট থেকে আসে ১০ রান। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি। 

লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে রান পাননি বাংলাদেশের দুই ওপেনার। সুমাইয়া আক্তার ১৪ ও ফাহমিদা ছোঁয়া ৬ রানে আউট হন। অধিনায়ক সুমাইয়া আক্তার হতাশ করে ২ রানে ফেরেন সাজঘরে। সেখান থেকে ইভা খাতুন ও আফিয়া আসিমা ইরার ২৭ রানের দুটি ইনিংসে বাংলাদেশ লড়াইয়ে ফেরে। 

ইভা ম্যাচ শেষ করে আসতে না পারলেও আফিয়া দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শ্রীলঙ্কার হয়ে বল হাতে ৩ উইকেট নেন শাশিনি গিমহানি। আজ একই মাঠে শ্রীলঙ্কার ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশ ২৭ জানুয়ারি পাকিস্তানের মোকাবিলা করবে। ডাবল লিগ পদ্ধতিতে হচ্ছে টুর্নামেন্ট। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।
 
টিএইচ