বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সাফ অনূর্ধ্ব-২০ : নেপালকে উড়িয়ে বাংলাদেশের শিরোপা জয়

নিজস্ব প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-২০ : নেপালকে উড়িয়ে বাংলাদেশের শিরোপা জয়

স্বাগতিক নেপালকে ৪-১ ব্যবধানে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। এ নিয়ে টুর্নামেন্টের চতুর্থবারের মতো ফাইনালে খেললেও এই প্রথম শিরোপা জিতল যুবারা।

টুর্নামেন্টের এর আগের আসরে ২০২২ সালে ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে এবার সেমিতে সেই ভারতকেই টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে যুবারা এবং স্বাগতিকদের হারিয়ে শেষ পর্যন্তও জিতল শিরোপাটাও।

গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছিল নেপাল। তবে শিরোপা লড়াইয়ের ম্যাচে এবার বাংলাদেশের যুবাদের কাছে পাত্তাই পেল না স্বাগতিক দলটি। 

টিএইচ