বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হোয়াইটওয়াশ মিশনে মাঠে নামছে টাইগাররা, দুই পরিবর্তনের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

হোয়াইটওয়াশ মিশনে মাঠে নামছে টাইগাররা, দুই পরিবর্তনের সম্ভাবনা

ভারতকে এর আগেও ওয়ানডে সিরিজ হারানোর রেকর্ড আছে। ২০১৫ সালে মোস্তাফিজুর রহমানের বোলিং ঝলকে এশিয়ার পরাশক্তিদের মাটিতে নামিয়েছিল টাইগাররা। ওই সিরিজেও প্রথম দুই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। কিন্তু শেষ ওয়ানডেতে আর পারেনি। ২-১ ব্যবধানে হার নিয়ে সিরিজ শেষ করেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে শনিবার (১০ ডিসেম্বর) মাঠে নামবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজ নিশ্চিত হওয়ায় বেশ খানিকটা ফুরফুরে মেজাজে রয়েছে টাইগার শিবির। টাইগারদের লক্ষ্য ৩-০ ব্যবধানে সিরিজ জয়। ম্যাচের আগের দিন অনুশীলন করে অধিনায়ক লিটনের দল। তবে অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান ও অধিনায়ক লিটন দাস।

ইনজুরি থেকে ফেরা তাসকিন আহমেদও এদিন অনুশীলন করেছেন। একাদশে তাসকিনের ফেরার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে তাসকিনকে জায়গা ছেড়ে দিতে বাদ পড়বেন গত ম্যাচে বেশ খরুচে বোলিং করা নাসুম আহমেদ। টাইগারদের পেস বোলিংয়ে ফিরতে পারেন শরিফুল ইসলাম। সিরিজ নিশ্চিত হওয়ায় এবাদতের পরিবর্তে তার জায়গা হতে পারে।

এই ম্যাচটি জিততে পারলে প্রথমবারের মতো ভারতকে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়বে লিটন দাসের দল। যা কিনা হবে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস।

এবারের সিরিজটিতে অবশ্য এত সহজে জয় পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ১ উইকেটের জয় পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচও ছড়িয়েছে প্রবল উত্তেজনা। শেষ বলে এসে ৫ রানের জয় পায় লিটন বাহিনী।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), আনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ।

টিএইচ