৫৩ বছর পর পালমাসের কাছে হেরে গেল বার্সা
পুরো ম্যাচে আক্রমণে একচেটিয়া আধিপত্য ধরে রাখলেও পাস পালমাসের কাছে হেরে গেল বার্সেলোনা। বেশ কয়েকটি দারুণ সেভে কাতালান দলটিকে হতাশ করেছেন তাদেরই সাবেক গোলরক্ষক ইয়াসপের সিলেসেন।
শনিবার (৩০ নভেম্বর) অলিম্পিক স্টেডিয়ামে লা লিগার ম্যাচটি ২-১ গোলে হেরেছে বার্সেলোনা।
১৯৭১ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম ঘরের মাঠে লিগ ম্যাচে পালমাসের বিপক্ষে হারল বার্সেলোনা।