পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েছে ক্ষুদে বাংলাদেশি দাবাড়ু
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছে ৯ বছরের বাংলাদেশি দাবাড়ু রায়হান রশিদ মুগ্ধ। নরওয়ের গ্র্যান্ডমাস্টার কার্লসেনকে অনেকে ইতিহাসের সেরা দাবাড়ু মনে করেন।
রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশের ফিদেমাস্টার নাঈম হক নিজের ফেসবুক স্ট্যাটাসের মধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে নাঈম লেখেন, ‘৯ বছরের মুগ্ধ হারাল ম্যাগনাস কার্লসেনকে! মুগ্ধ বুলেট ব্যাটেল খেলবে, তবে টাইটেল