সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

অধিনায়কত্ব পেয়ে যা বললেন লিটন

নিজস্ব প্রতিবেদক

অধিনায়কত্ব পেয়ে যা বললেন লিটন

আগেও একবার দেশের হয়ে অধিনায়কত্বের ভার সামলেছেন লিটন দাস। নিউজিল্যান্ডের বিপক্ষে হুট করে মাহমুদউল্লাহ রিয়াদের ইনজুরিতে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম কোনো সিরিজের অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন কুমার দাস। সেটাও ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অধিনায়ক তিনি।  

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রথম সংবাদ সম্মেলনে এসে লিটন কথা বলেছেন তার অধিনায়কত্ব নিয়ে। সমালোচনার চূড়ায় থাকা ক্রিকেটার নিজেকে বদলেছেন সময়ের সঙ্গে। এখন তিনি দলের সেরা ব্যাটার হিসেবে বিবেচিত হন। নতুন দ্বায়িত্ব পেয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষে মুখোমুখি হলেন সাংবাদিকদের। জানালেন, অধিনায়কত্ব পেয়ে তিনি রোমাঞ্চিত।

রোববার (৪ ডিসেম্বর) শুরু হচ্ছে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ। তার আগে নতুন দ্বায়িত্বটা পেয়ে লিটন বললেন, ‘ধন্যবাদ বিসিবিকে, যারা আমাকে অধিনায়কত্ব করার এই সুযোগটা দিয়েছে। আমি এক্সসাইডেট, একটা বড় সিরিজে অধিনায়কত্ব দেওয়ার জন্য। চেষ্টা করব আমার যতটুক সামর্থ্য আছে সব দিয়ে।’

অধিনায়কত্ব পেয়ে নতুন করে কোনো দায়িত্ব বাড়ল কিনা, সংবাদ সম্মেলনে সেটার জবাবও দিলেন লিটন নিজেই, ‘একজন প্লেয়ার হিসেবে যখন খেলি তখনো যে দায়িত্ব থাকে... আর এখন অধিনায়ক হিসেবে একটা দায়িত্ব অতিরিক্ত থাকবে যে সবাইকে গাইড করা। এর থেকে বেশি কিছু না।’

তিনি বলেন, ‘অনুশীলন তো দুই-তিনদিন ধরে করছি, নরমালি যেরকম কথা হয় ঐ ধরণের কথা হচ্ছে। অতিরিক্ত কোনো কথা এখনো হয়নি।’

৭ ডিসেম্বর মিরপুরেই বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ম্যাচ ১০ ডিসেম্বর, চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর শুরু। প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয়টি ঢাকায়।

টিএইচ