সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

শোনা গিয়েছিল বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফলাও করে প্রচার করাও হয়েছিও খবরটি। তবে এখন জানা গেল অস্ট্রেলিয়া নয়, ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম বাহিনী।

মূল পর্ব শুরু হওয়ার আগে আগে তিন অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল টাইগারদের। জানা গিয়েছিল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গোহাটিতে অসিদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তবে এখন জানা গেল, ভেন্যু আর তারিখ ঠিক থাকলেও পাল্টে গেছে প্রতিপক্ষ।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া নয়, ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকফ্রেঞ্জি’র দাবি বিশ্বস্ত সূত্রে তারা বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে।

অবশ্য এর আগে ২৯ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পাচ্ছে কোয়ালিফাইয়ার পার করে আসা দ্বিতীয়স্থানে থাকা দলটকে। সেটি হতে পারে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে বা স্কটল্যান্ডের যে কেউই। যদিও মূল পর্বে খেলার দৌড়ে এই মুহূর্তে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েই এগিয়ে আছে।

টিএইচ