মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

এবারও থেমে গেলো মিশন হেক্সা

ডেইলি পোস্ট ডেস্ক

এবারও থেমে গেলো মিশন হেক্সা

গত ৫ বিশ্বকাপেও মিশন হেক্সা সফল করতে পারেনি টিম ব্রাজিল। সবশেষ ২০০২ সালে ৫তম বিশ্বকাপ জয়ের পর ২০০৬, ২০১০, ২০১৬, ২০১৮ সব শেষ আজকে শেষ হলো ২০২২ সালের হেক্সা মিশন। ক্রোয়েশিয়ার সাথে মাঠে নেমে ৯০ মিনিটেও কোন গোল না পেয়ে অনেকটা হতাশায় মাঠ ছাড়ে দুই দল। পরে অতিরিক্ত সময়ে নেইমারের গোলে লিড পায় ব্রাজিল। তবে ১১৭তম মিনিটে অরসিসের এসিস্টে পেটকোভিচের গোলে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। এরপর টাইব্রেকারে ব্রাজিলকে রুখেই দিল ক্রোয়াটরা। হারাল ৪-২ গোলে। তাতে নেইমারদের বিশ্বকাপ যাত্রা রুখে শেষ চারে চলে গেছে ক্রোয়াটরা।

আজ শুক্রবার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় ক্রোয়েশিয়া। এর আগে ম্যাচের নির্ধারিত সময় দু‍‍`,দল ১-১ গোলের সমতায় ছিল। এই জয়ে এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখে গেলবারের রানার্সআপরা। অন্যদিকে ফেভারিটের তকমা পাওয়া ব্রাজিল বিদায় নেয় শেষ আট থেকে। ২০০২ বিশ্বকাপ জেতার পর এই নিয়ে টানা চার বিশ্বকাপের নক আউট পর্বে ইউরোপের চার দলের বিপক্ষে হেরে বাদ পড়েছে ব্রাজিল।

প্রথমার্ধে নেইমার ভিনিসিউসরা একবারের জন্যেও কাঁপন ধরাতে পারেনি ক্রোয়েশিয়ার ডি বক্সে। পায়ে দখল বেশি ছিল ঠিকই, নিয়ন্ত্রণ ছিল না। মাঝমাঠ দাঁপিয়ে বেড়ান লুকা মদ্রিচ, কোভাচিচরা। প্রথমার্ধে ব্রাজিলের পায়ে বল ছিল ৫৪ শতাংশ, ক্রোয়াটদের ৪৬। ক্রোয়েশিয়ার গোলমুখে ৫টি শট মারে ব্রাজিল, ৩টি অন টার্গেট। যদিও একটাতেও বিচলিত হয় ক্রোয়াট গোলরক্ষক লিভাকোভিচ। ক্রোয়েশিয়া তাদের তিনটি শটের একটিতেও অ্যালিসনকে ফাঁকি দিতে পারেনি।

এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথমার্ধে ব্রাজিলকে চেপে ধরা ক্রোয়েশিয়া দ্বিতীয়ার্ধেও অব্যাহত রাখে গতিশীলতা। তবে এই সময়ে আক্রমণের পাল্লা ব্রাজিলের দিকে ভারী থাকে। ৭৫ মিনিটে নেইমারকে আবারও গোল বঞ্চিত করেন ক্রোয়াট গোলরক্ষক। কিন্তু ১০৫তম মিনিটে নেইমারকে আর আটকাতে পারেনি ক্রোয়েশিয়া। নেইমারের গোলটি ছিল বিশ্বকাপে তার অষ্টম গোল। এই গোলে তিনি ছুঁয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলের রেকর্ড। পেলে ও নেইমার দুইজনেরই জাতীয় দলের জার্সিতে গোলসংখ্যা ৭৭।

রেকর্ডের রাতে হাসি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নেইমার। ১১৭ মিনিটে ব্রুনো পেটকোভিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। পরের সময়টুকু আক্রমণ করেও ফল পায়নি ব্রাজিল। খেলা গড়ায় ট্রাইবেকারে। প্রথম চার শটের সবগুলোতে গোল পায় ক্রোয়েশিয়া। যেখানে রদ্রিগোর প্রথম শট ফিরিয়ে দেন গোলরক্ষক লিভাকোভিচ। আর মার্কুইনহোসের শেষ শট বারে লাগলে শেষ হয় সেলেসাওদের হেক্সা স্বপ্ন। টানা দ্বিতীয় ম্যাচে ট্রাইবেকারে শেষ হাসি হাসে ক্রোয়েশিয়া।


ব্রাজিল একাদশ: আলিসন, দানিলো, থিয়াগো সিলভা, মার্কিনহস, এডার মিলিতাও, কাসেমিরো, লুকাস পাকেতা, ভিনিসিউস, নেইমার, রাফিনহা, রিচার্লিসন।

ক্রোয়েশিয়া একাদশ: লিভাকোভিচ, জুরনোভিচ, লভরেন, গার্দিওল, সোসা, মদ্রিচ, ব্রজোভিচ, কোভাসিচ, পাসালিচ, ক্রামারিচ, পেরিসিচ

ইএফ