বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

এশিয়া কাপ পাকিস্তানে হলেও ভারত তৃতীয় কোনো দেশে খেলবে

নিজস্ব প্রতিবেদক

এশিয়া কাপ পাকিস্তানে হলেও ভারত তৃতীয় কোনো দেশে খেলবে

এশিয়া কাপ পাকিস্তানেই হতে পারে, তবে ভারত তৃতীয় কোনো দেশে খেলবে, ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকইনফো’র এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

যদিও ভারত আগেই জানিয়ে দিয়েছিলো, তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। ২০১৩ এর পর থেকে ভারত বা পাকিস্তানে দুই দেশের ক্রিকেট ম্যাচ হয়নি। কারণ, সীমান্তে উত্তেজনা, সন্ত্রাসবাদের প্রশ্ন, জঙ্গিদের সাহায্য করার অভিযোগের প্রভাব পড়েছে খেলার মাঠে। অবশ্য তৃতীয় দেশে বিশ্বকাপের ম্যাচ খেলেছে দুই দেশ। এই পরিস্থিতিতে এশিয়া কাপ পাকিস্তানে হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল।

ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, এশিয়া কাপ পাকিস্তানে হতে পারে। তবে ভারত তার সব ম্যাচ খেলবে তৃতীয় কোনো দেশে। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচও আছে। যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচও পাকিস্তানে হবে না, ওই তৃতীয় দেশেই হবে।

প্রতিবেদন আরও বলছে, আমিরাত, ওমান, শ্রীলঙ্কা বা যুক্তরাজ্যে ভারতের ম্যাচ হতে পারে।

এদিকে ভারতে ৫০ ওভারের এক দিনের ক্রিকেটের বিশ্বকাপের আগে এশিয়া কাপ হবে। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। এশিয়া কাপও ৫০ ওভারের খেলা। মোট ছয়টি দেশ এই কাপে খেলে।

অন্যদিকে পাকিস্তানও হুমকি দিয়েছিল, তাদের দেশ থেকে এশিয়া কাপ সরিয়ে নিলে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না।

গত অক্টোবরে বিসিসিআইয়ের সম্পাদক জয় শাহ বলেছিলেন, ভারতীয় দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না। কিন্তু তৃতীয় কোনো দেশে গিয়ে তাদের খেলতে আপত্তি নেই। প্রতিবেদন আরও বলছে, এখন ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড দ্রুত এই বিষয়ে সমঝোতায় আসতে চাইছে।

টিএইচ