সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ওয়ানডে দলের অধিনায়ক সাকিব

নিজস্ব প্রতিবেদক

ওয়ানডে দলের অধিনায়ক সাকিব

বাংলাদেশ ওয়ানডে দলেরও অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। শুক্রবার (১১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইনজুরির কারণে ওপেনার তামিম ইকবাল ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। এশিয়া কাপেও খেলতে পারবেন না তিনি। তার জায়গায় এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা আসর সামনে রেখে ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেওয়া হলো সাকিবের কাঁধে।

সাকিব বাংলাদেশ টেস্ট ও টি-২০ দলের অধিনায়কত্ব করে আসছেন। এখন টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক তিনি। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ টি-২০ বিশ্বকাপেও দলের অধিনায়ক ছিলেন তিনি।

টিএইচ