শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
The Daily Post

ওয়ানডে বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

ওয়ানডে বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ওয়ানডে বিশ্বকাপ।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৫ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের মহারণ এবং ১৯ নভেম্বর হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। ১০ দলের বিশ্বকাপে সর্বমোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬ দিনে।

এদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ দলের বিশ্বকাপের জন্য জন্য প্রায় ১২টি ভেন্যুর সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে মাঠে গড়াবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শিরোপা নির্ধারণী ফাইনাল।

এছাড়া ভেন্যুর তালিকায় নাম রয়েছে মুম্বাই, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালুরু, দিল্লী, হায়দ্রাবাদ,  ধর্মশালা, লখনৌ, রাজকোট, গুয়াহাটি আর ইন্দোরের। 

স্বাগতিক ভারতসহ এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করেছে ৭ দল। এই ৭ দলের মধ্যে বাংলাদেশসহ রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তান।

টিএইচ