বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ওয়ানডে সিরিজ : অস্ট্রেলিয়াকে হারিয়ে ২২ বছর পর পাকিস্তানের সিরিজ জয়

নিজস্ব প্রতিবেদক

ওয়ানডে সিরিজ : অস্ট্রেলিয়াকে হারিয়ে ২২ বছর পর পাকিস্তানের সিরিজ জয়

সাদা বলে পাকিস্তানের দায়িত্ব নিয়েই বাজিমাত করেছেন মোহাম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ায় তার নেতৃত্বে পাকিস্তান ওয়ানডে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। শেষ দুই ম্যাচে রিতীমতো অজিদের ধসিয়ে দিয়ে ম্যাচে জয় তুলেছে পাকিস্তান।

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের এই ওয়ানডে সিরিজ জয়টা এসেছে ২২ বছর পর। সবশেষ ২০০২ সালের জুনে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। আর এবার রিজওয়ান নেতৃত্বে এসেই জেতালেন পাকিস্তানকে।

প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এরপর তৃতীয় ম্যাচে এসে আরও শক্তি দেখায় পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহদের বোলিং তোপে মাত্র ৩১.৫ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

যার জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট খরচায় ২৬.৫ ওভারে লক্ষ্যে পৌঁছায় মোহাম্মদ রিজওয়ানের দল। পাকিস্তানের হয়ে ওপেনার সাইম আইয়ুব করেন ৪২ রান। আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে আসে ৩৭ রান। অন্যদিকে বাবর আজম অপরাজিত থাকেন ২৮ রানে। আর অধিনায়ক রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩০ রান।

এর আগে, দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। যার ফলে শেষ ম্যাচটি পরিণত হয় সিরিজ নির্ধারণী ম্যাচে। অবশ্য এমন ম্যাচেও নিজেদের সেরা একাদশ খেলায়নি অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফি সামনে রেখে একাদশে এ ম্যাচে পাঁচটি বদল আনে অজিরা। বিশ্রাম দেওয়া হয় সিনিয়র ক্রিকেটারদের।

এমন ম্যাচেও অবশ্য শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। দলীয় ২০ রানে প্রথম উইকেট হারানোর পর দলীয় শত রানের আগে দলটি হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। ৩১.৫ ওভারে অলআউট হয় মাত্র ১৪০ রানে। যেখানে দলীয় সর্বোচ্চ ৩০ রান আসে শন অ্যাবটের ব্যাট থেকে।

বল হাতে শাহিন আফ্রিদি ও নাসিমের শিকার ৩টি করে উইকেট। দুই উইকেট নিয়েছেন হারিস রউফ। বাকি এক উইকেট পেয়েছেন মোহাম্মদ হাসনাইন।

টিএইচ