বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
The Daily Post

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা বিসিবির

নিজস্ব প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা বিসিবির

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে এর আগে কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। প্রথমবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফর করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা।

সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ম্যাচগুলোকে সামনে রেখে সোমবার (৬ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বে যথারীতি থাকছেন জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

সফরে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৯ জানুয়ারি ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। বাকি দুই ম্যাচ ২১ ও ২৪ জানুয়ারি। ওয়ানডে সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মণ্ডল, রাবেয়া খাতুন, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক পিংকি, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

টিএইচ