সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক

কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কানাডার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সর্বশেষ আট আসরে এটি আলবিসেলেস্তেদের ষষ্ঠ ফাইনাল। 

আগামী সোমবার (১৫ জুলাই) সকালে কলম্বিয়া-উরুগুয়ের ম্যাচের জয়ীদের বিপক্ষে শিরোপা জয়ের লড়াই নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

কানাডার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম লিড আসে প্রথমার্ধের ২৩ মিনিটে আসে আলভারেজের হাত ধরে।

১-০ লিড নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। দিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনার একই ধার চলতে থাকে কানাডার উপর। দিতীয়ার্ধের ৫০ মিনিটে ডি বক্সের বাইরে এঞ্জোজো ফার্নান্দেজের জোড়ালো শটে পা ছুঁইয়ে গোলের দেখা পান মেসি।

পুরো ম্যাচে ৫১ শতাংশ সময় বল পায়ে রাখা আর্জেন্টিনা গোলমুখে শট নেয় ১১টি। যার মধ্যে লক্ষ্যে ছিল তিনটি। এর দুটি থেকে থেকে তারা করে গোল উদযাপন।

আজকের ম্যাচে গোলের মাধ্যমে ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছয়টি ভিন্ন ভিন্ন কোপা আমেরিকার আসরে গোলের দেখা পেলেন আর্জেন্টাইন লিটল ম্যাজিশিয়ান। মহাদেশীয় প্রতিযোগিতায় এটি তার ১৪তম গোল। সেমিফাইনাল পর্যন্ত অপেক্ষা শেষে গোল এলো আর্জেন্টাইন নাম্বার টেনের পা থেকে। অন্যদিকে পুরো আসরে নিষ্প্রভ থাকার পর অবশেষে সেমিফাইনালের মঞ্চে গোলের দেখা পেয়েছেন হুলিয়ান আলভারেজ।

টিএইচ