শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
The Daily Post

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শেষবার ওয়ানডে সিরিজ খেলেছিল ২০২১ সালে। প্রায় দুই বছর আগের সে সিরিজে ২-১ ব্যবধানে শেষ হাসি হেসেছিল স্বাগতিকরা। এবারও প্রথম ম্যাচ জিতে সে পথেই হাঁটছিলেন নাজমুল হাসান শান্তরা। কিন্তু চট্টগ্রামের একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা।

আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে উঠছে অলিখিত ফাইনাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।

আগের দুটি ম্যাচ দিবারাত্রির হলেও সিরিজ নির্ধারণী ম্যাচটি আজ সকালে শুরু হচ্ছে। তাই এ ম্যাচে যে শিশিরের প্রভাব থাকবে না, এটা না বললেও চলে। সিরিজ জয়ের লক্ষ্যে একাদশে তিন পরিবর্তন নিয়ে নামছে স্বাগতিকরা।

আগের দুই ম্যাচে ব্যাট হাতে রানের খাতা খুলতে না পারা লিটন দাসকে তৃতীয় ওয়ানডের স্কোয়াডেই রাখেনি বাংলাদেশ। তাঁর জায়গায় একাদশে ফেরানো হয়েছে এনামুল হক বিজয়। অনুশীলনে চোট পাওয়া তানজিম হাসান সাকিবের পরিবর্তে আজ খেলবেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

অন্যদিকে আগের দুই ম্যাচে সন্তোষজনক পারফর্ম না করায় জায়গা হারিয়েছেন তাইজুল ইসলাম। তাঁর পরিবর্তে একাদশে রাখা হয়েছে লেগ স্পিনার রিশাদ হাসানকে।

আজ বাংলাদেশের একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান।

টিএইচ