বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

টসে জিতে ফিল্ডেংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

টসে জিতে ফিল্ডেংয়ে বাংলাদেশ

সাত বছর পর আবারো ভারত-বাংলাদেশ ওডিআই সিরিজের উত্তাপ। তিন-ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে রোববার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় মুখোমুখি হয়েছে দু‍‍`দল। সিরিজের শুরুর ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন  অধিনায়ক লিটন দাস।

এ সিরিজ দিয়ে বাংলাদেশের ১৫তম অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। ভারতকে হারিয়ে সিরিজটা স্মরণীয় করে রাখতে চান তিনি। অন্যদিকে টাইগারদের সমীহ করলেও ইতিবাচক শুরুর প্রত্যাশা রোহিত শর্মার।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‍‍`একজন খেলোয়াড় হিসেবে যেভাবে খেলি তার চেয়ে একটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে আর কী! অধিনায়ক হওয়ায় সবাইকে গাইড করতে হবে। ভারত সবসময়ই ভালো দল। তবে এটাও মনে রাখতে হবে, আমরা যখন দেশের মাটিতে খেলি তখন আমরা অনেক ভালো খেলি। আমাদের মেইন টার্গেট থাকবে আমরা যেন ম্যাচটা জিততে পারি।‍‍`

এ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৩৬ বারের দেখায় ৫ বার জয় আছে টাইগারদের। আরও একদফা ভারতকে হারিয়ে স্মিত এ হাসিটা আরও চওড়া করার লক্ষ্য টাইগার কাপ্তানের।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।

ভারতের ওয়ানডে স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পন্ত, ইশান কিশান, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।

টিএইচ