বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

টাইগারদের বোলিং তোপে দিশেহারা ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক

টাইগারদের বোলিং তোপে দিশেহারা ইংল্যান্ড

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে শুরুতেই ডেভিড মালানের উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ক্রিজে আসা মইন আলিকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন সল্ট। এরপর ইংলিশদের আরও তিন উইকেট তুলে নেয় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকে দুই ইংলিশ ওপেনার ফল সল্ট ও ডেভিড মালান। প্রথম ওভারে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ। এক চারের সাহায্যে ১০ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। ওভারের প্রথম বলেই চার মারেন সল্ট। এই ওভার থেকে ৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

এরপর ইনিংসের তৃতীয় ওভারে ফের বোলিংয়ে আসেন তাসকিন। ওভারের দ্বিতীয় বলে ডেভিড মালানকে আউট করেন তাসকিন। দলীয় ১৬ রানে ৮ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান মালান। মালানের বিদায়ের পর ক্রিজে আসেন মইন আলি। ওভারের চতুর্থ বলে চার মারেন মইন আলি। এই ওভারে থেকে ৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

ইনিংসের চতুর্থ ওভারে আবারো বোলিংয়ে আসেন মুস্তাফিজ। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান সল্ট। এই ওভার থেকে ৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে ৮ রান দেন তাসকিন। এরপর ছষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন নাসুম আহমেদ। এই ওভারে ১৩ রান দেন নাসুম।

এরপর ইনিংসের সপ্তম ওভারে বোলিংয়ে এসে ফিল সল্টকে আউট করেন অধিনায়ক সাকিব। দলীয় ৫০ রানে ১৯ বলে ২৫ রান করে সাজঘরে ফিরে যান সল্ট। এরপর ক্রিজে আসা ইংলিশ অধিনায়ক জস বাটলারকে সাজঘরে ফেরান পেসার হাসান মাহমুদ। দলীয় ৫৫ রানে বাটলারকে বোল্ড করেন হাসান। ৬ বলে ৪ রান করে ফিরে যান বাটলার।

বাটলারের বিদায়ের পর ক্রিজে আসেন বেন ডাকেট। ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে মইন আলিকে আউট করেন মেহেদী মিরাজ। দলীয় ৫৭ রানে ১৭ বলে ১৫ রান করে আউট হন মইন। মইন আলির বিদায়ের পর ক্রিজে আসেন স্যাম কুরান। শেষ খবর পর্যন্ত ১১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

টিএইচ