শেষ মুহূর্তের রোমাঞ্চকর লড়াইয়ে টি-২০ বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ।
১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারের রোমাঞ্চে ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার দেয়া ১১৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে দলীয় ও ব্যক্তিগত মাত্র ৯ রানে তানজিদ হাসান তামিমের পর ফিরে যান লিটন দাস (৯ রান) ও সাকিব আল হাসান (৩ রান)।
এরপর নাজমুল হাসান শান্ত (১৪) আউট হলে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়েন তাওহিদ হৃদয়।
জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তুলেন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে এই জুটির ৪৪ রানে ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
৩৪ বলে ৩৭ রান করে তাওহিদ হৃদয় সাজঘরে ফিরলে হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ।
শেষ ওভারে জাকের আলী ও মাহমুদুল্লাহ আউট হয়ে গেলে জয়ের আশা ফিকে হয়ে যায় বাংলাদেশের। ৬ বলে ১১ রান থেকে শেষ মুহূর্তে লক্ষ্য এসে দাঁড়ায় ১ বলে ৬ রান। কিন্তু শেষ বলে ১ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। ফলে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১০৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।
টিএইচ