সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

টিকিট ছাড়াই দেখা যাবে বাংলাদেশের খেলা

ক্রীড়া ডেস্ক

টিকিট ছাড়াই দেখা যাবে বাংলাদেশের খেলা

রোববার থেকে শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর এ ম্যাচ শুরুর আগে বড় সুসংবাদ পেলেন দর্শকরা। কেননা, বিনামূল্যে কোন টিকিট ছাড়াই বাংলাদেশের এ দুই টি-টোয়েন্টি ম্যাচ মাঠে বসে দেখতে পারবেন দর্শকরা।

বাংলাদেশ-আমিরাতের মধ্যকার ম্যাচ দেখতে কোনো টাকাই খরচ করতে হবে না তাদের। বিনা টিকিটে ম্যাচটি দেখতে পারবে বাংলাদেশের দর্শকরা।

বিষয়টি নিশ্চিত করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। দুবাইয়ে দর্শকদের জন্য বিনামূল্যে খেলা দেখার সুযোগ করে দিয়েছে ক্রিকেট বোর্ডটি। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি আগামীকাল (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হবে। দুই দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি হবে ২৭ সেপ্টেম্বর। বাংলাদেশের দর্শকরা ম্যাচটি দেখতে পারবেন ডিজিটাল মাধ্যম র‍্যাবিটহোলবিডিতে।

এই সিরিজে বাংলাদেশের হয়ে খেলবেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে টাইগারদের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। আমিরাতের বিপক্ষে মাঠে নামতে পারেন সৌম্য সরকারও।

এসএম