বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এএইচএফ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ওমানে চলমান এই টুর্নামেন্টের সেমিফাইনালে বুধবার (১১ জানুয়ারি) থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। আগামীকাল শিরোপার জন্য খেলবে কোচ মামুনুর রশীদের শিষ্যরা। এই টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যে যুব এশিয়া কাপ নিশ্চিত করেছে।  

গ্রুপ পর্বে বাংলাদেশ বেশ দাপটের সঙ্গেই প্রতিটি ম্যাচ জিতেছে। সেমিফাইনালে জয় তুলে নিতে অবশ্য বেশ বেগ পেতে হয়েছে। থাইল্যান্ড বাংলাদেশকে গোলশূন্য রেখেছিল তিন কোয়ার্টার। বাংলাদেশের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছিল ৪৭ মিনিট পর্যন্ত। মো. জীবন ফিল্ড গোল থেকে বাংলাদেশকে লিড এনে দেন।

বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর ম্যাচে সমতা আনার চেষ্টা করে থাইল্যান্ড। কিন্তু লাভ হয়নি, উল্টো ৮ মিনিট পর আবার পিছিয়ে পড়ে। মো. হোসেনের পেনাল্টি কর্ণার থেকে করা গোলে বাংলাদেশ খানিকটা হাফ ছেড়ে বাঁচে। 

হকিতে খুব দ্রুততম সময়ে দুই গোল পরিশোধের সম্ভাবনা থাকে। তাই কোচ মামুনুর রশীদ ম্যাচের বাকি সময় আক্রমণাত্মক খেলিয়ে গোলের চেষ্টা অব্যাহত রাখেন। ৫৭ মিনিটে মো. হাসান ফিল্ড গোল করলে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়।

টিএইচ