বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালে বলে-ব্যাটে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। পাকিস্তান যুবা দলকে ৩৭ ওভারে ১১৬ রানে অলআউট করেছে টাইগার যুবারা। ব্যাট হাতে ৭ উইকেটের বড় জয়ে নিশ্চিত করেছে ফাইনাল। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতকে।

শুক্রবার দুবাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৭ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। দুই ওপেনারই শূন্য করে ফেরেন। ৫৩ রানে পড়ে চতুর্থ উইকেট। ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান।  

দলটির হয়ে তিনে নামা রিয়াজুল্লাহ ২৮ রান করেন। চারে নামা অধিনায়ক সাদ বেগ ১৮ রান যোগ করেন। সাতা নামা অলরাউন্ডার ফারহান ইউসুফ ৩২ রানের ইনিংস খেলেন। তার ব্যাটে একশ’ ছাড়াতে পারে পাকিস্তান।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। তবে অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দারুণ ব্যাটিংয়ে সহজে জয় পেয়েছে টাইগার যুবারা। দলের হয়ে ওপেনার জাওয়াদ আবরার ১৭ রান করেন। তিনে নামা তামিম ৪২ বলে হার না মানা ৬১ রানের ইনিংস খেলেন। সাতটি চার ও তিনটি ছক্কা তোলেন তিনি। মোহাম্মদ শিহাব ২৬ রান যোগ করেন।  

এর আগে বল হাতে বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত করেছেন ইকবাল হোসাইন ইমন। ডানহাতি এই পেসার ৭ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। বাঁ-হাতি পেসার মারুফ মৃধা নেন ২ উইকেট। অন্য সেমিফাইনালে শ্রীলঙ্কার ১৭৩ রান ৭ উইকেট হাতে রেখে তাড়া করেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। আগামী ৮ ডিসেম্বর শিরোপার লড়াইয়ে নামবে দুই দল।  

টিএইচ