শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post
নারী এশিয়া কাপ

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী এশিয়া কাপে সোমবার ( ৩ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। বাংলাদেশ দলে জাহানারার পরিবর্তে খেলবেন লতা মণ্ডল।

ম্যাচটি দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। দুদলই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। ফলে এই ম্যাচে জয়ী দল টুর্নামেন্টে এগিয়ে যাবে। 

এবারের এশিয়া কাপের স্বাগতিক দল বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়েছে ৯ উইকেটে। আর পাকিস্তানও একই ব্যবধানে জয় পেয়েছে মালয়েশিয়ার বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের পর, এশিয়া কাপ মিশনটাও দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। থাইল্যান্ডের পর এবার টাইগ্রেসদের প্রতিপক্ষ পাকিস্তান। প্রায় তিন বছর ধরে এ দলটির বিপক্ষে না হারায় আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ।

সবশেষ গত মার্চে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ৯ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। 

বিসমাহ মারুফদের বিপক্ষে টাইগ্রেসদের সবশেষ হার ২০১৯ সালের নভেম্বরে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে। একই সিরিজে টি-টোয়েন্টিতেও শেষবার পাকিস্তানের মেয়েদের বিপক্ষে হেরেছিল জ্যোতিরা।

২০১৮ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আগে এ পাকিস্তানকে হারিয়েই ফাইনাল খেলেছিল জাহানারারা।

বাংলাদেশ একাদশ

নিগার সুলতানা (অধিনায়ক), ফারজানা হক, সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, রিতু মনি, লতা মণ্ডল, শোভনা মোস্তারি, সোহেলী আক্তার ও শানজিদা আক্তার।

পাকিস্তান একাদশ

মুনিবা আলী, সিদরা আমীন, বিসমাহ মারুফ (অধিনায়ক), ওমাইমা সোহেল, নিদাদার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, ডায়ানা বেগ, তুবা হাসান, নাশরা সান্ধু ও সাদিয়া ইকবাল।

টিএইচ