সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনই ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনই ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনই বিশ্ব রেকর্ড গড়লো ইংল্যান্ড। চার ব্যাটারের সেঞ্চুরিতে প্রথম দিন ৭৫ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৫০৬ রান তুলেছে  ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে কোন ম্যাচের প্রথম দিন সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড এটি। আজকের এই ইনিংসের ১১২ বছরের পুরনো বিশ্ব রেকর্ড ভাঙলো ইংলিশরা।

আগের বিশ্ব রেকর্ড হয়েছিলো ১৯১০ সালে। সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রথম দিন ৬ উইকেটে ৪৯৪ রান করেছিলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ঐ বিশ্ব রেকর্ড বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভেঙে ফেললো ইংল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওয়ানডে স্টাইলে খেলেছে ইংল্যান্ডের ব্যাটাররা। ওপেনার জ্যাক ক্রলি ১২২, বেন ডাকেট ১০৭, ওলি পোপ ১০৮ ও হ্যারি ব্রুক অপরাজিত ১০১ রান করেছেন। 

সেঞ্চুরিয়ানদের মধ্যে ক্রলি-পোপ ও ব্রুকের ব্যাটিং স্ট্রাইক রেট ১শর উপরে ছিলো। ওভার প্রতি দলের রান ৬ দশমিক ৭৪। ১৫ বলে ৩৪ রান তুলে অপরাজিত আছেন অধিনায়ক বেন স্টোকস। তার স্ট্রাইক রেট ২২৬।

পাকিস্তানের চার বোলারের ইকোনমি রেট ৬ এর উপর। একজনের ৫ দশমিক ৬৪। আরেক জনের ১৫। ২৩ ওভার বল করে ১৬০ রানে সবচেয়ে বেশি ২টি উইকেট নিয়েছেন লেগ-স্পিনার জাহিদ মাহমুদ।

টিএইচ