বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বে শহীদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক

পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বে শহীদ আফ্রিদি

সরকার বদল হলেই পরিবর্তনের হাওয়া লাগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। রমিজ রাজাকে সরিয়ে দেওয়ার পর নির্বাচক প্রধান মোহাম্মদ ওয়াসিমকেও সরিয়ে দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নির্বাচক প্রধানের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে এ দায়িত্ব পালন করবেন। আফ্রিদির সঙ্গে আরও সদস্য থাকছেন আব্দুর রাজ্জাক ও রাও ইফতেখার আঞ্জুম। পিসিবি ম্যানেজমেন্ট কমিটির সদস্য হারুন রশিদ থাকছেন আহ্বায়ক হিসেবে। নতুন এই কমিটির প্রথম কাজ হবে করাচীতে আগামী বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজের জন্য ওয়ানডে দল বাছাই করা।

অন্তর্বর্তীকালীন এই নির্বাচক কমিটিকে স্বাগত জানিয়েছেন পিসিবি প্রেসিডেন্ট নাজাম শেঠি, ‍‍`আমি অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাচক কমিটিকে স্বাগত জানাই এবং কোনো সন্দেহ নেই যে সীমিত সময় থাকা সত্ত্বেও তারা কার্যকরী এবং সাহসী সিদ্ধান্ত নেবে যা আমাদের নিউজিল্যান্ড সিরিজে একটি শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক দল তৈরি করতে সাহায্য করবে।‍‍`

শেঠি বলেন, ‍‍`শহীদ আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার ছিলেন যিনি কোনো ভয় ছাড়া ক্রিকেট খেলেছেন। তার ২০ বছরের ক্রিকেট অভিজ্ঞতা আছে। সব ফরম্যাটে অংশ নিয়ে সে সফল হয়েছে, তরুণদের সাহায্য করেছে। আমাদের মতে মডার্ন ক্রিকেটে সবচেয়ে যোগ্য। আমি তার ব্যাপারে আত্মবিশ্বাসী। সে সেরা ক্রিকেটারদের নির্বাচন করবে এবং দলকে সাফল্য পেতে সাহায্য করবে।‍‍`

এদিকে তার প্রতি বিশ্বাস দেখানোর জন্য শেঠিকে ধন্যবাদ জানিয়েছেন আফ্রিদি, ‍‍`পিসিবি ম্যানেজমেন্ট কমিটি এই দায়িত্ব আমাকে দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি এবং আমার সামর্থ্য অনুযায়ী এই দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখব না।‍‍`

টিএইচ