শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১
The Daily Post

বদলাতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট

নিজস্ব প্রতিবেদক

বদলাতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট

বিশ্বকাপের পর আইসিসির দ্বিতীয় মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টটির। তবে, সেটি দুলছে অনিশ্চয়তার দোলাচলে। পাকিস্তানে গিয়ে কোনো ম্যাচ খেলতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত চায়, নিজেদের ম্যাচগুলো অন্য দেশে খেলতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও পুরোপুরি সায় দেয়নি হাইব্রিড মডেলে। জুড়ে দিয়েছে নানা শর্ত।

এত কিছুর মাঝে শোনা যাচ্ছে নতুন খবর। ডালপালা মেলেছে গুঞ্জন—ওয়ানডে নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ক্রিকবাজের মতো ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে এমনটিই। পিসিবি ও বিসিসিআইয়ের দ্বন্দ্ব নিরসন না হলে বিকল্প খোঁজার পাশাপাশি না কি ফরম্যাট বদলানোর পরিকল্পনাও করছে আইসিসি। তবে, সবই বাতাসে ভাসছে।

গত নভেম্বরের শেষ সপ্তাহে আইসিসির সভা স্থায়ী হয় মাত্র ১৫ মিনিট। পরবর্তীতে ৫ ডিসেম্বর ফের সভা ডাকলেও শেষ পর্যন্ত সেটি স্থগিত করে দিতে হয় আইসিসিকে। ফলে, সূচি প্রকাশে দেরি হচ্ছে। ঘোষণা করা যাচ্ছে না কোনো কিছুই। রীতিমতো অনিশ্চয়তার ‍দুলছে টুর্নামেন্ট। সব ঠিক থাকলে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা।

টুর্নামেন্ট অনিশ্চিত হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি বের হয়েছে বিশ্ব ভ্রমণে। পাকিস্তান, আফগানিস্তান ঘুরে ট্রফি এখন বাংলাদেশে। বাংলাদেশ সফর শেষে পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকা। ২০১৭ সালের পর আর অনুষ্ঠিত হয়নি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

টিএইচ