সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে। এ সময় অন্য দুই দলের নিয়মিত অধিনায়কের সাথে বাংলাদেশের পক্ষে ডেপুটি ক্যাপ্টেন ছিলেন নুরুল হাসান সোহান।  
তাদের নিয়ে ট্রফি উন্মোচন পর্ব সেরেছে আয়োজক কর্তৃপক্ষ।

দুবাই থেকে ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশ্যে এই মুহূর্তে নিউজিল্যান্ডে আছে টাইগাররা। স্বাগতিক দেশ ছাড়াও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।

আসছে ৭ অক্টোবর শুক্রবার থেকে শুরু হবে তিন জাতির এই টুর্নামেন্ট। তবে সিপিএল খেলে শেষ করা সাকিব দলের সঙ্গে যোগ দেবেন ঠিক একদিন আগে ৬ অক্টোবর। আজ (৫ অক্টোবর) ইতোমধ্যে ত্রিদেশীয় সিরিজটির ট্রফিও উন্মোচন করা হয়ে গেছে।

৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপরের দিন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমরা। টুর্নামেন্টটির গ্রুপ পর্ব শেষ হবে ১৩ অক্টোবর। এর আগে পর্যন্ত প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এরমধ্যে শীর্ষ দুই দল ১৪ অক্টোবর ক্রাইস্টচার্চে ফাইনাল খেলবে।

এবি