বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

পাকিস্তানের কাছে হারের মধ্যে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে রোববার (৬ নভেম্বর) বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। অথচ আজকের ম্যাচে জিততে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠার গৌরব অর্জন করতো টাইগাররা।

এরআগে পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ৪৮ বলে ৭ বাউন্ডারিতে ৫৪ রান করেন তিনি। সৌম্য সরকারের সংগ্রহ ২০ রান। ২৪ রানে অপরাজিত ছিলেন আফিফ হোসেন। লিটন দাসও (১০) সুবিধা করতে পারেননি। বাকিদের কেউ দুই অঙ্কের কোঠা ছুঁতে পারেননি। 

১০.৩ ওভার, ৭৩ রান, ১ উইকেট। এক সময় বাংলাদেশের স্কোর ছিল এমন। সেটিই ২০ ওভার শেষে গিয়ে দাঁড়াল ৮ উইকেটে ১২৭ রানে।  লিটন শুরুতে ফিরলেও নাজমুল ও সৌম্যর জুটিতে বাংলাদেশ পেয়েছিল ভালো একটা ভিতই। শাদাব খানকে রিভার্স সুইপ করতে গিয়ে এরপর ক্যাচ দেন সৌম্য, ঠিক পরের বলেই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে ফিরতে হয় সাকিবকে।

অ্যাডিলেডে বাংলাদেশ পথ হারায় এরপর। শেষ ৯.৩ ওভারে ৫৩ রান তুলতেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। শাদাবের পর বাংলাদেশের বড় ক্ষতিটা করেন শাহিন শাহ আফ্রিদি, ২২ রানে ৪ উইকেট নেন এ পেসার।

হারিস রউফের করা শেষ ওভারে আফিফের পর চার মেরেছেন নাসুম আহমেদ। তবে পঞ্চম বলে ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে ওয়াসিমের হাতে ধরা পড়েছেন নাসুম।

প্রথম ওভারে মুভমেন্টের দেখা পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। চতুর্থ বলে লেগ সাইডে খেলতে গিয়ে আউটসাইড-এজড হয়েছেন নাজমুল, তবে পয়েন্ট দিয়ে হয়েছে চার। পরের বলে আবার আউটসাইড-এজ হয়ে উঠেছিল বল, তবে ফিল্ডারের নাগালের বাইরে ছিল তা। শেষ বলে ফুললেংথে পেয়ে ড্রাইভ করেছিলেন, তবে ডাইভ দেওয়া আফ্রিদিকে পরাস্ত করতে পারেনি সে শট। প্রথম ওভারে উঠেছে ৬ রান।

লিটনের উইকেট, নাজমুলের জীবন, সৌম্যর টাইমিংয়ের আভাস—পাওয়ারপ্লের হাইলাইটস। নাজমুল টিকে আছেন ২০ বলে ২১ রান করে। পাওয়ারপ্লেতে বোলিং করেছেন পাকিস্তানের চার পেসারই। প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান তুলেছে বাংলাদেশ।

পাকিস্তান একাদশ 
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম।

বাংলাদেশ একাদশ 
সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন। 

টিএইচ