বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বাফুফের নতুন কমিটির প্রথম সভা আজ

নিজস্ব প্রতিবেদক

বাফুফের নতুন কমিটির প্রথম সভা আজ

গত ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন শেষ হয়েছে । এই নির্বাচনে প্রথমবারের মতো সর্বোচ্চ ভোট পেয়ে  সভাপতি হয়েছেন বাফুফের দুইবারের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল। 

নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর রেকর্ড সংখ্যক আলোচ্যসূচি নিয়ে আজ নির্বাহী কমিটির প্রথম সভায় বসছেন তিনি। মতিঝিলের বাফুফে ভবনে সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে এই সভা।

বাফুফের নব-নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভায় আলোচ্যসূচির সংখ্যা ২৮। এর আগে বাফুফের কোনো নির্বাহী সভায় এত সংখ্যক আলোচ্যসূচী দেখা যায়নি।

নির্বাচনের পর প্রথম সভায় সাধারণত পরিচিতি, সাব কমিটি গঠন হয়ে থাকে। ফুটবলের উন্নয়ন’সহ আলোচ্যসূচির পাশাপাশি গঠনতন্ত্র সংশোধনের মতো জটিল বিষয়ও রয়েছে প্রথম সভায়। সেই সাথে সাফজয়ী নারী ফুটবল দলের সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়েও হবে আলোচনা। এছাড়া, ফিফা ফরোওয়ার্ড প্রোগ্রামের আওতায় টেকনিক্যাল সেন্টার নির্মাণও আছে সূচিতে।

কাজী সালাউদ্দিনের আগের কমিটি বাফুফের দেনা প্রায় ১৫ কোটি টাকা রেখেছে। তাবিথ এই ব্যাপারে বেশ শক্ত অবস্থানে, দেনা-পাওনা সংক্রান্ত বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে জানতে চেয়েছেন। এছাড়া ব্যাংক হিসাব পরিচালনা, ফিন্যান্স বিভাগের পরিকল্পনার বিষয়ও রয়েছে আলাদা এজেন্ডা হিসেবে। শুধু ভেন্ডরদের পাওনা নয় ফেডারেশনের ইউলিটি বিল, ট্যাক্স ও ভ্যাট পলিসিও থাকছে আলোচনায়। জাতীয়, বয়সভিত্তিক দল, আর্থিক বিষয়াদি তো থাকছেই, ফেডারেশনের অস্থাবর সম্পত্তিও আছে আলোচনায়। ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় টেকনিক্যাল সেন্টার নির্মাণও আছে আলোচ্যসুচিতে। সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ইস্যুও বাদ যায়নি। 

টিএইচ