বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
The Daily Post

বিপিএলে টিকিট নিয়ে বিশৃঙ্খলা, মিরাজের গাড়ি আটকে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বিপিএলে টিকিট নিয়ে বিশৃঙ্খলা, মিরাজের গাড়ি আটকে বিক্ষোভ

বিপিএলের প্রথম দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টিকিট সংকট ঘিরে তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকেরা সোমবার স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলে এবং খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়ি আটকে রাখে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (২৯ ডিসেম্বর) ঘোষণা করেছিল, টিকিট শুধুমাত্র অনলাইনে এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে পাওয়া যাবে। তবে, টিকিট বুথ বন্ধ থাকায় অনেক দর্শক ক্ষোভ প্রকাশ করেন। সোমবার সকালে টিকিট কিনতে স্টেডিয়ামের বাইরে জড়ো হওয়া দর্শকেরা টিকিট না পেয়ে উত্তেজিত হয়ে ওঠে।

ক্ষুব্ধ জনতা স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলায় টিম বাসগুলো সেই গেট দিয়ে প্রবেশ করতে পারেনি। দুর্বার রাজশাহীর টিম বাস বাধ্য হয়ে ৪ নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

দর্শকেরা অভিযোগ করেছেন যে, মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতেও টিকিট সহজলভ্য নয়। টিকিটের দাম সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হলেও, অনেকেই চাহিদা অনুযায়ী টিকিট পাননি।

বেলা দেড়টায় দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশালের মধ্যে প্রথম ম্যাচ শুরু হয়। সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয় রংপুর রাইডার্স। তবে, টিকিট সংকট ও বিক্ষোভের বিষয়টি দিনভর আলোচনা তৈরি করে।

বিসিবি এই পরিস্থিতি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নেবে কি না, তা নিয়ে এখনো দর্শকদের মধ্যে রয়েছে প্রশ্ন।

টিএইচ