শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
The Daily Post

বিসিবির জরুরি বোর্ড মিটিং

নিজস্ব প্রতিবেদক

বিসিবির জরুরি বোর্ড মিটিং

জরুরি বোর্ড সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সকাল সাড়ে ১১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ম্যানেজমেন্ট অফিসে দশম বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

শনিবারের জরুরি এই সভায় বোর্ডের ২৫ পরিচালকের সঙ্গে উপস্থিত থাকবেন বিসিবির সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এই সভার প্রধান এজেন্ডা থাকবে আসন্ন এজিএম নিয়ে পরিকল্পনা করা। এজিএম হওয়ার আগে কিছু বিষয় বোর্ডে পাশ করাতে হয়, মূলত সে কারণেই বিসিবির এই সভা।

সবশেষ বিসিবির এজিএম অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের জুনে। এরপর পেরিয়ে গেছে প্রায় ২০ মাস। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আরও একটি এজিএম। চলতি মাসেই হতে পারে বিসিবির এই বার্ষিক সভা। আজকের বোর্ড সভা শেষে এজিএমের চূড়ান্ত তারিখ জানা যাবে।

এছাড়া পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে আজকের বোর্ড সভায়।

টিএইচ