গত ২৮শে নভেম্বর ব্রাজিল মুখোমুখি হয় সুইজারল্যান্ড এর। ১-০ গোলে জয়ের পর ব্রাজিল এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ পর্ব উতরে যায় শেষ ষোলর লড়াইয়ে। এরপর থেকেই একটি গুজব শোনা যায়। ব্রাজিল সমর্থক গোষ্ঠী দাবী করতে থাকে বিগত ৬৪ বছরে ব্রাজিল গ্রুপ পর্বের একটি ম্যাচ ও হারে নি। আবার অনেকেই দাবি করে ব্রাজিলকে গ্রুপ স্টেজ পার করার জন্য এই ৬৪ বছরে ৩য় কোন ম্যাচের দিকে তাকাতে হয় নি। এ নিয়ে সংবাদমাদ্ধম গুলোতেও ভুল তথ্য প্রচার করতে দেখা যায়। আদতে দুটির একটি দাবীও সঠিক নয়। ফিফার সুত্র বলছে, সর্বশেষ ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নরওয়ের কাছে হেরেছিলো ব্রাজিল। নরওয়ের কাছে ১-২ গোলে হেরেছিলো ব্রাজিল। সেই হিসেবে সঠিক তথ্য হবে গত ২৪ বছরে ব্রাজিল গ্রুপ পর্বের একটি ম্যাচ ও হারেনি।
অন্যদিকে আরেকটি গুজব শোনা যাচ্ছে ব্রাজিল কে নাকি গত ৬৪ বছরে শেষ ১৬-র লড়াইয়ে যেতে কখনোই ৩য় ম্যাচের দিকে তাকাতে হয় নি। এই তথ্যটিও ভুল বা গুজব। বাস্তবে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ও ২০১৮ রাশিয়া বিশ্বকাপ, দুটিতেই ৩য় ম্যাচের পরই দ্বিতীয় রাউন্ডে যাবার সুযোগ পেয়েছে ব্রাজিল। শেষ দুই বিশ্বকাপের আসরেই ব্রাজিল প্রথম দুই ম্যাচের একটিতে জয়লাভ ও একটিতে ড্র করে। এর ফলে তৃতীয় ম্যাচে জিতে তারপরই দ্বিতীয় রাউন্ডে যেতে হয়েছে ব্রাজিল কে।
উক্ত ফ্যাক্ট চেক (সত্য অনুসন্ধান) সম্পুর্ন ফিফার সুত্র থেকে ভেরিফাই করা হয়েছে। ফ্যাক্ট চেক করতে সহায়তা করেছেন গুজবের সঠিক তথ্য বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক সংস্থা রিউমার স্ক্যানার বিডি। কাওকে গুজবে কান না দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হলো।
এসআর