বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
বিপিএল-২০২৩

রংপুরকে হারিয়ে কোয়ালিফায়ারে কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক

রংপুরকে হারিয়ে কোয়ালিফায়ারে কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোয়ালিফায়ার নিশ্চিত করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সকে ৭০ রানে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে দলটি।

টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ১৭ ওভারে ১০৭ রানে অলআউট হয় রংপুর রাইডার্স।

টসে হেরে ব্যাট করতে নেমে কুমিল্লাকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান। উদ্বোধনী জুটিতে ৪৩ রান সংগ্রহ করে এই দুই ব্যাটার। এরপর ২১ বলে ২৪ রান করে আউট হন রিজওয়ান।

রিজওয়ানের বিদায়ের পর ক্রিজে আসেন সুনীল নারিন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। দলীয় ৬৩ রানে ৩ বলে ৮ রান করে ফিরে যান নারিন।

এরপর লিটন দাস ও ইমরুল কায়েস মিলে রানের চাকা সচল রাখেন। সাবলীল ব্যাটিং করতে থাকেন লিটন দাস। তবে দলীয় ১০১ রানে ৩৩ বলে ৪৭ রান করে সাজঘরে ফিরে যান লিটন। 

লিটনের বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন ইমরুল কায়েস। দলীয় ১০৫ রানে ২০ বলে ১৯ রান করেন ইমরুল। এরপর জাকের আলি ও খুশদিল শাহ মিলে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। 

ইনিংসের শেষ ওভারে দলীয় ১৭৭ রানে ২৩ বলে ৩৪ রান করে আউট হন জাকের আলি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

খুশদিল শাহ ২০ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। রংপুরের পক্ষে আজমতুল্লাহ ওমরজাই ২টি, রকিবুল হাসান, রিপন ও হাসান মাহমুদ নেন ১টি করে উইকেট।

১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পরে যায় রংপুর। দলীয় ২৪ রানে তিন ব্যাটারকে হারায় রংপুর। নাইম শেখ ৫ বলে ৬, রনি তালুকদার ১৩ বলে ১৩ ও টম কোহলার-ক্যাডমোর ৪ বলে ১ রান করে আউট হন।

এরপর দলীয় ৩১ বলে ৫ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান অধিনায়ক নুরুল হাসান সোহান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর রাইডার্স। দলীয় ৯৬ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর।

শেষ পর্যন্ত ১৭ ওভারে ১০৭ রানে অলআউট হয় রংপুর রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ২৯ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। কুমিল্লার পক্ষে মোস্তাফিজ ৩টি, তানভীর ও নারিন নেন ২টি করে উইকেট।

টিএইচ