মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

রাতে মাঠে নামছে বাংলাদেশের তিন ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক

রাতে মাঠে নামছে বাংলাদেশের তিন ক্রিকেট দল

ফুটবলের ডামাডোল শেষে ক্রিকেট ফিরেছে নিজের আমেজে। বাংলাদেশেরই তিনটি দল মাঠে নামছে একসাথে। দুটি দল খেলবে আরব আমিরাতে, অপরটি ভারতের মাটিতে।

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাতে। ফলে বলাই চলে, বাংলাদেশী সমর্থকদের জন্য রোমাঞ্চকর একটা রাতই অপেক্ষা করছে। যার মাঝে একটা ফাইনালও আছে!

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে মাঠে নামছে পুরুষ ক্রিকেট দল, নারী ক্রিকেট দল ও বাংলাদেশ লিজেন্ডস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ৮টায় মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে লড়বেন নুরুল হাসান সোহানরা।

একই সময়ে মাঠে নামবে বাংলাদেশ লিজেন্ডস। ভারতের দেরাদুনে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ভারত লেজেন্ডসের মুখোমুখি হবে শাহাদাত হোসেনের দল।

এর ১ ঘণ্টা পর রাত ৯টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। 

এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার মিশন বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়া।

টিএইচ