সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনাল

সন্ধ্যায় নেপালের মুখোমুখি হবে

নিজস্ব প্রতিবেদক

সন্ধ্যায় নেপালের মুখোমুখি হবে

সাফ নারী চ্যাম্পিয়নশীপ ফাইনাল আজ। ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ দল নেপাল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়ায়ে মাঠে নামবে বাংলাদেশ ও নেপালের নারী ফুটবল দল। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

সাফ নারী চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন দল বাংলাদেশ। একই ভেন্যুতে একই প্রতিপক্ষের সাথে শিরোপা জয় করেছিলো বাংলাদেশের নারীরা। ২০২২ সালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলো লাল সবুজের মেয়েরা। 

এবারের সাফ সেমিফাইনালে নেপাল ১০ জন নিয়ে ভারতকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে। ভুটানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এপর্যান্ত নেপাল সাফ ফাইনাল খেলেছে পাঁচবার কিন্তু শিরোপা ঘরে তুলতে পারেনি দলটি।

পাঁচবারের সাফ ফাইনাল হারার দুঃখ ঘুচাতে মাঠে নামবে নেপালের মেয়েরা । অন্যদিকে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো সাফ চ্যাম্পিয়নশীপ ট্রফি ঘরে তুলতে মরিয়া বাংলাদেশের মেয়েরা। 

আজ পুরো নেপাল আশায় আছে বাংলাদেশকে হারিয়ে প্রথম বারের মতো সাফ শিরোপা ছুঁয়ে দেখবে।

যেমনটির আশায় ছিল ২০২২ সালে কিন্তু সেবার বাংলাদেশ তাদের সেই আশা পূরণ হতে দেয়নি। নেপালকে হারিয়ে প্রথমবার সাফ জিতে দেশে ফিরে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে বাফুফে ভবনে যাত্রা করেছিলো মনিকা-মারিয়ারা। আবারও বাংলাদেশের মেয়েদের ছাদখোলা বাসে উৎসব দেখার অপেক্ষায় বাংলাদেশিরা।

টিএইচ