রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
বিপিএল ২০২৩ 

সাকিব-ইফতিখার ঝড়ে বরিশালের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

সাকিব-ইফতিখার ঝড়ে বরিশালের রেকর্ড

শুরুটা ভালো হয়নি একদমই। এনামুল হক বিজয়-মেহেদী হাসান মিরাজের উদ্বোধনী জুটিতে ছিল ধীরগতি।পরে দ্রুতই ফরচুন বরিশালের চার উইকেট তুলে নেয় রংপুর রাইডার্স। কিন্তু এরপরই হাল ধরেন সাকিব আল হাসান ও ইফতেখার আহমেদ। 

দুইজনই টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজেদের সেরা ইনিংস খেলেছেন রংপুরের বিপক্ষে। বিপিএলের ইতিহাসে পঞ্চম উইকেট জুটিতে রানের রেকর্ড গড়েছেন। তাদের দুজনের ব্যাটে চড়ে বড় সংগ্রহই পেয়েছে বরিশাল। এর মধ্যে ইফতেখার করেছেন সেঞ্চুরি।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুরের সামনে ২৩৯ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল। টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে এই সংগ্রহ দাঁড় করিয়েছে তারা।  

প্রথম চার ওভারে ৩০ রান তুলে বরিশাল। পঞ্চম ওভারের প্রথম বলেই এনামুল হক বিজয়ের উইকেট তুলে নেন হারিস রউফ। সমান ১ চার ও ছক্কায় ৮ বলে ১৪ রান করে সায়েম আইয়ুবীর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। ওই ওভারেই আরও একটি উইকেট তুলে নেন রউফ। এবার ৩ বলে ০ রান করা ইবরাহিম জাদরানের দারুণ এক ক্যাচ নেন নাঈম শেখ।  

পরের ওভারে এসে আবারও জোড়া উইকেট নেন হাসান মাহমুদ। ষষ্ঠ ওভারে প্রথমে ২০ বলে ২৪ রান করা মেহেদী হাসান মিরাজের উইকেট নেন তিনি। এরপর মুখোমুখি হওয়া প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদেই পড়ে যায় বরিশাল।  

কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ায় তারা। সাকিব আল হাসান ও ইফতেখার আহমেদ ঝড় তুলেন রীতিমতো। এর মধ্যে ইফতেখারের ক্যাচ ফেলেন রনি তালুকদার। সাকিব-ইফতেখার মিলে এরপর বন্যা বইয়ে দেন বাউন্ডারির। ৯ চার ও ৬ ছক্কায় ৪৩ বলে ৮৯ রান করে সাকিব ও ৬ চার ও ৯ ছক্কায় ৪৫ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন ইফতেখার।

টিএইচ