জয় দিয়ে কি বিশ্বকাপ শুরু করতে পারবে বাংলাদেশ? পারবে উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারাতে? এমন নানা শঙ্কা আর প্রশ্নের জবাব অবশেষে মিলে গেলো। আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মেয়েদেরকে ১৬ রানের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সংগ্রহ করেছিলো ৭ উইকেট হারিয়ে ১১৯ রান। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে স্কটিশ মেয়েরা।
বাংলাদেশ একাদশ
সাথী রানী, মুর্শিদা খাতুন, সুবহানা মুস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাজ নেহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।
স্কটল্যান্ড একাদশ
সাসকিয়া হারলে, সারাহ ব্রাইস (উইকেটরক্ষক), ক্যাথরিন ব্রাইস (অধিনায়ক), আলিসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডার্সি কার্টার, লরনা জ্যাক-ব্রাউন, ক্যাথরিন ফ্রেজার, রাচেল স্লেটার, আবতাহা মাকসুদ, অলিভিয়া বেল।
টিএইচ