বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

হারিয়ে যাচ্ছেন বাবর আজম! মিসবাহ’র বিস্ফোরক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

হারিয়ে যাচ্ছেন বাবর আজম! মিসবাহ’র বিস্ফোরক মন্তব্য

ঝলমলে ক্যারিয়ার; দুর্দান্ত ব্যাটিং। গড়; স্ট্রাইক রেট চোখে পড়ার মতো। তিন ফরম্যাটেই পাকিস্তান দলের অধিনায়ক তিনি। তবে গত কয়েক ম্যাচে তার পারফরম্যান্সে যেন ভাটা পড়েছে। তবুও অধিনায়কের দায়িত্ব পাওয়ার টেস্টে তিনি ভাল খেলেছেন। এ পর্যন্ত অধিনায়ক হয়ে ৩২ টেস্ট খেলেছেন তিনি। অধিনায়কের আর্ম ব্র্যান্ড এখনো হাতে পড়ে আছেন। ৩২ ইনিংসে তার গড় রান ৫৩.২৬।

অধিনায়ক না থাকাকালীন সময়ে তিনি খেলেছেন ৫৩ ইনিংস। সেখানে বাবরের গড় রান ৪৫.৪৪। তবে বাবর অধিনায়ক হওয়ার পরে তাকে সমর্থন দেওয়া তো পরের কথা, ভেতর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক কাম কোচ মিসবাহ-উল-হক।

মিসবাহর দাবি, কোনো একটি পক্ষ বাবর আজমের অবস্থান নড়বড়ে করে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অনবরত। সেটা হলে আখেরে পাকিস্তান ক্রিকেটেরই ক্ষতি হবে, মনে করিয়ে দিলেন মিসবাহ।

লাহোরে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিসবাহ বলেন, ক্রিকেটটা আমার রক্তে। আমি সবসময় ম্যাচ দেখি এবং এটা নিয়ে পড়িও। আমি যা দেখছি, দলে বাবর আজমের অবস্থান দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। খেলোয়াড়ি জীবনে ছিলেন অন্যতম সফল অধিনায়ক। এরপর ২০১৯-২০ মৌসুমে পাকিস্তান ক্রিকেটের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হন মিসবাহ। একইসঙ্গে হেড কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্বও পালন করেছেন তিনি।

মিসবাহ মনে করছেন, ইদানীং বাবরকে এমন সব প্রশ্নের মুখোমুখি করা হয় যেটা দেখে সহজেই বোঝা যায়, অধিনায়ক হিসেবে তাকে দুর্বল করার চেষ্টা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে।

মিসবাহ আরও বলেন, দেখুন তাকে কী ধরনের প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। এসব দেখলেই বোঝা যায় অধিনায়ক হিসেবে তাকে দুর্বল করার চেষ্টা চলছে। আমার ভয় হয়, এটার খুব খারাপ একটা প্রভাব পড়বে ড্রেসিংরুমে। যদি আপনি কাউকে এভাবে চাপে রাখেন, দলেরই ক্ষতি হবে এবং পাকিস্তান ক্রিকেটের জন্য এটা ভালো কিছু নয়।

টিএইচ