বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
টেস্ট প্রথম ইনিংস

হাসানের ৫ উইকেট, ৩৭৬ রানে থামলো ভারত

নিজস্ব প্রতিবেদক

হাসানের ৫ উইকেট, ৩৭৬ রানে থামলো ভারত

৩৭৬ রানে থেমেছে ভারতের প্রথম ইনিংস। দ্বিতীয় দিনে তাসকিনের তিন ও হাসান মাহমুদের এক উইকেটে অলআউট হয় ভারত।

৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ভারত শুরুর দিকে রবীন্দ্র জাদেজার উইকেট হারায়। তবে জাদেজা (৮৬ রান) আউট হলেও অশ্বিন টিকে ছিলেন আরো কিছুক্ষণ।

নবম উইকেট হিসেবে যখন অশ্বিন আউট হয় তখন ভারতের রান ৩৭৪। মধ্যে অবশ্য আকাশ দীপের উইকেটও তুলে নিয়েছেন তাসকিন।

আউট হওয়ার আগে অশ্বিন খেলেন ১১৩ রানের অনবদ্য এক ইনিংস। ২ ছক্কা ও ১১ চারে তার ইনিংসটি সাজান।

শেষ উইকেট হিসেবে যখন বুমরাহকে আউট করলেন ততক্ষণে হাসানের ৫ উইকেট পূর্ণ হয়ে গেছে। রাওয়ালপিন্ডিতেও দ্বিতীয় টেস্টে  ৫ উইকেট নিয়েছিলেন হাসান। ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৫ উইকেট পেলেন তিনি।
তাসকিন নিয়েছেন ৩ উইকেট, নাহিদ রানা ও মিরাজ নিয়েছেন একটি করে উইকেট।

সংক্ষিপ্ত প্রথম ইনিংস:
৯১.২ ওভারে ৩৭৬ (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬, জয়সোয়াল ৫৬, পন্ত ৩৯; হাসান ৮৩/৫, তাসকিন ৩/৫৫)।

টিএইচ